পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মোঃ তুহিন হাওলাদার (১৬) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকাল ৫ টার সময় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ০৪ নং ওয়ার্ড গহিনখালী গ্রাম থেকে তুহিনের লাশটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশ।
তুহিনের বড় ভাই বিপ্লব হাওলাদার জানান, তুহিন আর আমি এক সাথে মাছ ধরি নদীতে। দুপুর ১টা ৩০ সের সময় আমার ছোট ভাই তুহিন বাড়িতে এসে আমার মায়ের কাছে ২০ (বিশ) টাকা চাইলে আমার মা নামাজ পড়ে দিবে বলিলে আমার ভাই মায়ের সাথে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায় ।
পড়ে আমার ভাই বাড়িতে না আসায় আমার বাবা ও মা আমার ছোট ভাইকে খোঁজাখুঁজি করতে থাকে । খোঁজাখুঁজির একপর্যায়ে বিকাল অনুমানিক ৫ টার সময় আমাদের বসত বাড়ী থেকে অনুমানিক ০. ৫০ কিঃ মিঃ দূরে ভেরিবাধের পূর্ব পাশে ফরেষ্ট বনের মধ্যে একটি মান্দার গাছের সাথে কাইল্লা লতা দ্বারা গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পাই তখন ডাক চিৎকার করলে আমার বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে উদ্ধার করে । খবর পেয়ে রাত ৮ টার সময় ঘটনাস্থল থেকে তুহিনের লাশটি উদ্ধার করে রাঙ্গাবালী থানা পুলিশ।
রাঙ্গাবালী থানার ওসি মোঃ নুরুল ইসলাম মজুমদার বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হবে । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।