লালমনিরহাট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডঃ মতিয়ার রহমান এবং নির্বাচিত জেলা পরিষদ সদস্যদেরকে বর্ণাঢ্য আয়োজনে সংবর্ধনা দিয়েছে গোকুন্ডা ইউনিয়ন পরিষদ।
রবিরার (২২ জানুয়ারী) রাত সাড়ে ৮ টার দিকে গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চত্বরে পরিষদের চেয়ারম্যান আব্দুর সশওদ সরকার টোটন ও সকল সদসবৃন্দ এ সংবর্ধনা প্রদান করেন।
গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার টোটনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ মতিয়ার রহমান, জেলা পরিষদ সদস্য তাহমিদুল ইসলাম বিপ্লব, সংরক্ষিত সদস্য মেহেরুন নাহার মেরী উপস্থিত ছিলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গোকুন্ডা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য, শুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় কয়েক হাজার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।