সিলেটে আবাসিক হোটেল থেকে শাহেদ মোশাররফ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) দুপুরে নগরের লালবাজারের একটি হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শাহেদ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও মিয়া পাড়া এলাকার আব্দুল করিমের ছেলে।
হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে পুলিশ জানায়, শাহেদ মোশারফ ওই হোটেলে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।
তিনি যক্ষার রোগে আক্রান্ত ছিলেন এবং এই রোগের চিকিৎসার বিভিন্ন কাগজও উদ্ধার করেছে পুলিশ।
সিলেট কোতোয়ালি মডেল থানার বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজেদুল করিম সরকার গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতার কারণে ওই যুবক মারা গেছেন। সুরতহাল শেষে মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।