পটুয়াখালীর গলাচিপায় আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে বুধবার (১৮ জানুয়ারী) বেলা ১১টায় অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে এ আইন শৃঙ্খলার মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম। আরও উপস্থিত ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বারোটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সচিবরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা উপজেলার বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা করেন। ইউনিয়ন পর্যায়ে সুধীসমাজ থেকে শুরু করে চেয়ারম্যান ও মেম্বরদেরকে গ্রামীণ আইন শৃঙ্খলা বজায়সহ সকল বিষয়ে সতর্ক থেকে জনগণের সকল প্রকার সুবিধা বজায় রাখার আহব্বান জানানো হয়।