ঢালিউড চিত্রনায়িকা পরীমনি এবং শরীফুল রাজ দম্পতির দুষ্টু-মিষ্টি সম্পর্কের কথা সকলেই জানা। তবে বিয়ের এক বছর না যেতেই এই জুটির বিচ্ছেদের ইঙ্গিত পাওয়া গেছে। রাজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক অভিযোগ তোলেন পরীমনি। অবশেষে রাজও পাল্টা মন্তব্য করেন পরীকে নিয়ে।
টানা কয়েকদিন ধরে পরীমনি-রাজের দাম্পত্য জীবনের কলহ রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোর ৪টা ৪৮ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রাজ। ওই পোস্টে তিনি লেখেন, ‘হ্যালো গডফাদারস অ্যান্ড গং। আই ওয়ান্ট টু নো ইউ গাইজ। আই লিভ ইন ঢাকা, আই উড লাভ টু চিয়ার্স’।
তবে কী তাদের দাম্পত্য কলহের পেছনে এই ‘গডফাদারস’ রয়েছে? পোস্টটি দেখে রাজ হুমকি পেয়েছেন বা পাচ্ছেন বলে মনে করেছেন অনেকে। তার জবাবেই হয়ত এসব কথা লিখেছেন তিনি। সেই সঙ্গে সেই উড়ো হুমকিদাতাদের সরাসরি দেখেও নিতে চেয়েছেন এই অভিনেতা।
এদিকে নিজেদের মধ্যকার ঝামেলা মিটিয়ে আবারও কি এক ছাদের নিচে থাকবেন রাজ-পরী দম্পতি নাকি বিচ্ছেদের পথে হাঁটবেন, সেটি জানতে মুখিয়ে রয়েছে তাদের ভক্ত-অনুরাগীরা। যদিও রাজ স্রেফ জানিয়ে দিয়েছেন এক একসাথে থাকা হবে না তাদের।