গণতন্ত্রের নামে ক্যাম্পাসে সহিংসতাকারীদের রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কামিটির নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ছাত্রলীগ সভাপতি বলেন, ‘ক্যাম্পাস ডেমোক্রেসির (গণতন্ত্র) নামে যারা ভায়োলেন্স (সহিংসতা) করবে, তাদের ক্যাম্পাসে রাজনীতি করার সুযোগ নেই। ’
এ সময় ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা নিয়ে কথা বলেন সাদ্দাম।
তিনি জানান, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা আগামী শুক্রবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।
সাদ্দাম বলেন, ‘ঢাকা শহরের জ্যাম, শিক্ষার্থীদের পরীক্ষাসহ নানা বিষয় মাথায় নিয়ে আমরা শোভাযাত্রার অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছি। শুক্রবার দুপুর আড়াইটায় শোভাযাত্রা করা হবে। আর ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, কেক কাটা হবে। এ ছাড়া ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচি করবে ছাত্রলীগ। ’