বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ইতিহাস বলে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে জয়ী হওয়া যায় না, এই নির্যাতনের কারণে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে।
সোমবার (২ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাবে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল এর দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সরকার গণতন্ত্রের বুলি আওড়ালেও গণতন্ত্র চর্চার সুযোগ রাখা হচ্ছে না।
অভিযোগ করে তিনি বলেন, জনগণের মনের ভাব প্রকাশ করার সুযোগ নেই বাংলাদেশে।
সেই সুযোগ জনগণ ভোটের মাধ্যমেই করে কিন্তু নিরপেক্ষ নির্বাচনেই সরকার করতে দেয় না বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির কেন্দ্রীয় নেতাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে। জনগণকে সাথে নিয়ে তাদের মুক্ত করা হবে। বিএনপি সে আন্দোলন সংগ্রাম করছে তা চলমান থাকবে।