বিএনপির সাংঘর্ষিক রাজনীতি মোকাবেলা করা নতুন বছরের চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘এ বছর রাজনীতির চ্যালেঞ্জ হচ্ছে- বিএনপির সাংঘর্ষিক রাজনীতি মোকাবেলা করা। তাদের মিত্রদের দেশবিরোধী তৎপরতা রুখে দেওয়া।
এগুলো করে তারা সরকারকে বেকায়দায় ফেলে দিতে চায়। ’
মন্ত্রী বলেন, ‘এ বছরও বিএনপি দেশকে অস্থিতিশীর করার চেষ্টা করবে। মোকাবেলা করার জন্য প্রস্তুতি ও পরিকল্পনা আছে। করোনার মধ্যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া বড় চ্যালেঞ্জ। ’
দেশের স্থিতিশীলতা রক্ষায় গণমাধ্যমের সহযোগিতা চেয়ে হাছান মাহমুদ বলেন, ‘দেশের অবস্থা আগে কেমন ছিল এখন কেমন আছে তা আপনারা তুলে ধরবেন। ’
জনগণতো দূরের কথা বিএনপির কর্মীরাও তাদের ডাকে সাড়া দিচ্ছে না জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘গত বছর বিএনপি ২টি হটকারী সিদ্ধান্ত নিয়েছে; এক নয়াপল্টনে সমাবেশের গো ধরা, দুই এমপিদের পদত্যাগ করতে বাধ্য করা। এটা করে লাভবান হয়নি তারা; বরং নিজেদের ক্ষতি করেছে। ’