তুরস্কে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। আহত পাঁচ জনের মধ্যে একজন আশঙ্কাজনক।
পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আয়দিনের নাজিলি জেলার এ ঘটনা ঘটে। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আয়দিন প্রদেশের গভর্নর হুসেইন আকসোয়ে জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাসের টিউবে লিকেজের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে। প্রাদেশিক প্রশাসন ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানান গভর্নর।
তবে, বিস্ফোরণের কারণটি এখনও স্পষ্ট নয়। ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিস্ফোরণে সংশ্লিষ্টতার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।