মহামারি করোনা এবং বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। সংকটের সময়ে বিশ্বকাপ হলেও কোনো লোডশেডিং হয়নি বলেও জানান তিনি।
আজ সোমবার রাজধানীর রমনাস্থ আইইবি ভবনের কাউন্সিল হলে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় বক্তৃতাকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সবচেয়ে বেশি সংকটের সময় সবচেয়ে বেশি দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রির্জাভ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানোর মতো অর্থ মজুদ আছে বলেও জানান কাদের।
কাদের বলেন, আওয়ামী লীগের সম্মেলন সাদামাটা হলেও উপস্থিতি সাদামাটা হবে না। আওয়ামী লীগ গণমানুষের দল। তাই মানুষের চিন্তা-চেতনা মাথায় রেখেই পথ চলতে হবে।
তিনি বলেন, সুশৃঙ্খল কর্মী বাহিনী ছাড়া স্মার্ট বাংলাদেশ হবে না। তাই দলের কর্মীদের শৃঙ্খলার তাগিদ দেন তিনি।