আফগানিস্তানের একটি টানেল রাস্তায় আগুন লেগে ১৯ জন নিহত হয়েছে। রাজধানী কাবুলের সাথে উত্তরাঞ্চলের যোগাযোগ সালাং টানেলে তেলবোঝাই একটি ট্যাংকার উল্টে গিয়ে আগুন ধরে যায়। আগুন অন্যান্য গাড়িতে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বেশ কিছু গাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে।
দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা এক প্রত্যক্ষদর্শী টোলো নিউজকে বলেন, ট্যাংকার বিস্ফোরিত হওয়ার সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই। আমার পোশাকে আগুন ধরে যায়। রোববার রাতের এই আগুন সোমবার সকালে নিয়ন্ত্রণে আসে।
পারওয়ানের স্বাস্থ্য কর্মকর্তা আবদুল্লাহ আফগান মাল এএফফিকে বলেন, কিছু মরদেহ একেবারে পুড়ে গেছে। দেখে বোঝার উপায় নেই এটি পুরুষ নাকি নারী।
এ ঘটনায় ৩২ জন মানুষ আহত হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। ১৯৬০এর দশকে সোভিয়েত ইউনিয়নের সময়ে টানেলটি তৈরি করা হয়। ১৯৮২ সালে টানেলটিতে আগুন লেগে ৪০০ মানুষ প্রাণ হারায়। যদিও অনেকে মনে করেন মৃতের সংখ্যা ছিল হাজারের উপরে।