গত ৭ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়ার সামনে ব্যাগে ককটেল এনে বিভিন্ন রুমে রেখে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মশাররফ হোসেন। এ ঘটনা রাজনীতির জন্য নিন্দনীয় বলে মন্তব্য করেন তিনি।
রোববার (১৮ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলেন এসব কথা বলে তিনি।
খন্দকার মোশাররফ বলেন, ‘ঘটনার পরদিন পুলিশ বিএনপি নেতাদের বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেছে।
’ ৪৫০ জন নেতাকর্মীর নামে মামলা দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতাদের। এরপরও সব কর্মসূচি সফল হয়েছে বলে দাবি করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘পুলিশ বলেছে, তাদের ওপর হামলা করে আহত করা হয়েছে। এমন মিথ্যাচার জনগণ বিশ্বাস করে না। বিএনপি অফিসে পুলিশ তাণ্ডবে চালিয়ে ৫০ লাখ ৮৩ হাজার টাকার ক্ষতি করেছে। পুলিশের কর্মকাণ্ড হানাদার বাহিনীর মতো। ’
বিএনপি মহাসচিবসহ সব নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘ঘটনার দিন বিএনপি অফিস থেকে চাল উদ্ধার বানোয়াট; যা এজাহারে উল্লেখ নেই। ’