তৃতীয়বারের মত বিশ্বকাপের শিরোপা জিততে আজ সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে স্কালোনির শিষ্যরা। আজ (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফরাসিদের মুখোমুখি হবে লা আলবিসেলেস্তেরা।
২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপেও ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের পথে শেষ ষোলোয় আলবিসেলেস্তেদের ৪-৩ গোলে হারিয়েছিল এমবাপ্পেরা।
যদিও আর্জেন্টিনার সেই দলের সঙ্গে বর্তমান দলটির আকাশ-পাতাল পার্থক্য। লিওনেল স্কলোনির অধীনে আর্জেন্টাইনরা এখন আরও দুর্বার, আরও ক্ষুরধার। তার সাথে মেসির দুর্দান্ত ফর্ম আর উদীয়মান কিছু খেলোয়াড়; সব মিলিয়ে ফ্রান্সের কঠিন প্রতিপক্ষ আর্জেন্টিনা।
শিরোপা নির্ধারণী লড়াইয়ের প্রস্তুতিতে তাই কোনো ফাঁকফোকর রাখছে না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কলোনি। শুক্রবারে কাতারের রাজধানী দোহার কাতার ইউনিভার্সিটি মাঠে আর্জেন্টিনা দলীয় অনুশীলনে স্কোয়াডের ২৬ জন খেলোয়াড়ই উপস্থিত ছিলেন। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের এক প্রতিবেদন অনুযায়ী, ফাইনালের প্রস্তুতির অংশ হিসেবে পুরো স্কোয়াডকে তিনটি ভিন্ন ফর্মেশনে অনুশীলন করিয়েছেন স্কলোনি। ফ্রান্সের বিপক্ষে রবিবারের ফাইনালে তাই আর্জেন্টিনা কোন ছকে খেলবে, তা আগেভাগে বুঝার উপায় নেই।
যে তিন ফর্মেশনে কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা মাঠে নামতে পারে-
ফর্মেশন ১: ৫-৩-২
ফ্রান্সের শক্তিশালী আক্রমণভাগকে সামাল দিতে পাঁচ ডিফেন্ডার নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা। ফলে লিয়ান্দ্রো প্যারাদেসের পরিবর্তে একাদশে ঢুকতে পারেন লিসান্দ্রো মার্টিনেজ। নিকোলাস টাগ্লিফিয়াকোর জায়গায় পুনরায় জায়গা পেতে পারেন নিষেধাজ্ঞার কারণে সেমিফাইনালে না খেলা মার্কোস আকুনা।
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ
ফর্মেশন ২: ৪-৪-২
ক্যারিয়ারের অধিকাংশ সময়ে গোলস্কোরার হিসেবে খেললেও কাতার বিশ্বকাপে মিডফিল্ডার হিসেবে প্লে-মেকারের ভূমিকায় খেলছেন আন্তোয়ান গ্রিজম্যান। টুর্নামেন্টে মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৩টি অ্যাসিস্ট নিয়ে নতুন ভূমিকায় ভালোই খাপ খাইয়ে নিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। ফাইনালে গ্রিজম্যানের ওপর বাড়তি নজর রাখতে আর্জেন্টিনার মাঝমাঠে থাকতে পারেন লিয়ান্দ্রো প্যারাদেস।
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস টাগ্লিফিয়াকো; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ
ফর্মেশন ৩: ৪-৩-৩
এই ফর্মেশনে দলে জায়গা পেতে পারেন অ্যাঞ্জেল ডি মারিয়া। গ্রুপপর্বে চোটে পড়ার কারণে কাতার বিশ্বকাপের বড় অংশজুড়েই মাঠের বাইরে ছিলেন ডি মারিয়া। তবে বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে পরিচিত ৩৪ বছর বয়সী উইঙ্গারকে ফাইনালে শুরু থেকেই দেখা যেতে পারে। সেক্ষেত্রে অধিনায়ক লিওনেল মেসিকে কিছুটা নেমে করতে হবে বল বানিয়ে দেওয়ার কাজ। ফলে হুলিয়ান আলভারেজকে দেখা যাবে নাম্বার নাইনের ভূমিকায়।
এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস টাগ্লিফিয়াকো; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ