টালিউড সুপারস্টার দেব। জনপ্রিয় এই অভিনেতার জেঠা তারাপদ অধিকারী আর নেই। হৃদ্রোগে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
খবর ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের।
জানা গেছে, কর্মসূত্রে কলকাতা থাকলেও দেবের আদি বাড়ি মেদিনীপুরে। সেখানেই রয়েছে তার পরিবারের অন্যান্য সদস্যরা। জেঠার শেষকৃত্যে যোগ দিতে ইতোমধ্যে মেদিনীপুরের উদ্দেশে রওনা হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব। সাদা ইন্দো-ওয়েস্টার্ন পোশাকে মঞ্চ আলোকিত করেছিলেন তিনি। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে তার আগামী ছবি ‘প্রজাপতি’। আপাতত নতুন ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা। এরই ফাঁকে হঠাৎ নিজের জেঠাকে হারালেন অভিনেতা।