বাংলাদেশের ‘হাওয়া’ বইছে পশ্চিমবঙ্গের সিনেমা হলে। জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত ‘হাওয়া’ সিনেমাটি শুক্রবার (১৬ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পেয়েছে। সেইসঙ্গে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও অংশ নিচ্ছে সিনেমাটি।
২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)।
এদিন বিকাল ৪টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বসে তারকাদের মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের মহা তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান থেকে শুরু করে টালিউডের অনেকে। বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ছোটপর্দা ও বড়পর্দা- দুই জায়গাতেই দাপুটে অভিনয় করে চলেছেন। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন তিনি। উৎসব থেকে বিশেষ সম্মাননাও দেওয়া হয়েছে তাকে।
অভিনেতাকে এদিন উত্তরীয় পরিয়ে বরণ করেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। মূল মঞ্চে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেই আসন গ্রহণ করেন চঞ্চল চৌধুরী। শুধু তাই নয়, আরও অনেকের মতোই শাহরুখ খানের সঙ্গে হাসিমুখে সেলফিও তোলেন চঞ্চল। সেই ছবি স্যোসাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে।
গণমাধ্যমে সাক্ষাৎকারে অভিজ্ঞতার কথা শেয়ার করে চঞ্চল চৌধুরী বলেন, ‘ আমার বাবা শারীরিকভাবে অসুস্থ থাকায় ‘হাওয়া’ নিয়ে গত দুদিন আগের সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকতে পারিনি। যদিও বাবার শারীরিক কোনো উন্নতি নেই, তবুও আমি দু’দিন পরে হলেও পরিবারের সম্মতি নিয়ে কলকাতায় চলে এসেছি। প্রত্যেক বছর বিভিন্ন চ্যানেল বা ইউটিউবে এই অনুষ্ঠানটা আমরা দেখি। সেখানে এবার সশরীরে উপস্থিত থাকা আমার কাছে অত্যন্ত সম্মানজনক। ‘
এই অভিনেতা বলেন, ‘যাঁরা ওই মঞ্চে ছিলেন তাঁদের মধ্যে বসে থাকতে আমি একটু অস্বস্তি বোধ করছিলাম। কারণ আমি মনে করি, আমি তাঁদের তুলনায় খুবই নগণ্য। অরিজিতের (সিংহ) মতো আমিও চেষ্টা করছিলাম, যদি একটু পিছনের সারিতে বসা যায়। বাংলাদেশ হলে আমি তো তাই করতাম। ‘