মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার দুপুর ১২টায় হিলি চেকপোস্ট জিরো পয়েন্টে এই মিষ্টি বিতরণ করা হয়। বিজিবির পক্ষে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহাবুব হোসেন ভারতের হিলি বিএসএফ’র ক্যাম্প কমান্ডার সুরেশ চন্দ্রের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেন। পরে তারা কুশল বিনিময় করেন।
এ সময় দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবির ক্যাম্প কমান্ডার মাহাবুব হোসেন বলেন, বিভিন্ন দিবসে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের মাঝে সৌদার্হপূর্ণ পরিবেশ বজায় রাখতে এই মিষ্টি বিতরণ করা হয়।