নেত্রকোণার আটপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।
আজ বুধবার (১৪ ডিসেম্বর)সকালে বুদ্ধিজীবীদের স্মরণে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. খায়রুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান খান নন্দন, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া নাজনীন চৌধুরী রেখা, থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুল হান্নান ,সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান সোহাগ , জাতীয় সাংবাদিক সংস্থা আটপাড়া শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির আহমেদ সহ অনেকেই। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের হল রুমে শহীদ বুদ্ধিজীবী দিবসের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।