ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। ঢাকাই সিনেমার পাশাপাশি টালিউডেও পদচারণা রয়েছে বাংলাদেশি এই অভিনেত্রীর। এবার নতুন খবর জানালেন মিম।
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
যদিও এর আগে এই অভিনেতার সঙ্গে অভিনয় করেছিলেন মিম।
‘মানুষ’ শিরোনামের একটি সিনেমায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাদের। সিনেমাটি মুক্তি পাবে ২০২৩ সালের ঈদুল আযহায়।
গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা জিতের সঙ্গে একটি ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন মিম নিজেই।
জানা গেছে, বাংলাদেশের নামকরা নির্মাতা সঞ্জয় সমাদ্দার পরিচালনা করবেন ‘মানুষ’ সিনেমাটি। এটি প্রযোজনা করবে জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎ ফিল্ম ওয়ার্কস প্রাইভেট লিমিটেড। এতে জিৎ ছাড়াও অভিনয় করবেন জিতু কমলসহ অনেকে।