প্রায় পাঁচ বছর পর ‘পাঠান’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। ইতোমধ্যে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমাটির প্রথম গান ‘বেশরম রং’ মুক্তি পেয়েছে। গানটি মুক্তির পর সমালোচনার মুখে পড়েছেন দীপিকা।
‘বেশরম রং’ ভিডিওটিতে দীপিকাকে কখনও বিকিনি স্যুট পরে, কখনও বা মনোকিনি পোশাকে দেখা গেছে।
অভিনেত্রীর এই প্রথম লাস্যময়ী ভঙ্গিতে নাচ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
হিন্দি গানটি শুনে অনেকেই মন্তব্য করেছেন, স্প্যানিশ গানের ধাঁচে বানানো হয়েছে এটি। আবার গানের প্রথম দিকের লাইনগুলিও পুরনো একটি হিন্দি গান থেকে হুবহু নকল করা। তবে সব কিছু ছাপিয়ে দর্শকের নজর পড়েছে দীপিকার উপর।