সময়ের আলোচিত ঢালিউড চিত্রনায়িকা পরীমনি। স্বামী শরীফুল ইসলাম রাজ আর তাদের একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে নিয়ে সংসার কাটছে পরীর। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এই নায়িকা। প্রায় প্রতিদিনই ছেলেকে নিয়ে পোস্ট করেন তিনি।
আজ মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেজবুকে পোস্ট করে উচ্ছস্বিত পরীমনিজানান, প্রথমবার রাজ্য ‘আব্বু’ ডেকেছে!
তিনি লেখেন, ‘আজ রাজ্য প্রথমবার আব্বু ডাকলো! তাদের এই গল্প সেই সাত সকালের!’
তিনি আরও লেখেন, ‘আমি শুধু একজন বাবার ব্যাকুলতা দেখছিলাম মুগ্ধ হয়ে চেয়ে চেয়ে। ছেলের মুখে একটুখানি এই আধো আধো আব্বু ডাক শুনতে রাজের এই ছেলেমানুষী আমি খুব যত্ন করে তুলে রাখলাম। সুন্দর স্মৃতিরা সব আদরে বেঁচে থাকুক। ‘ শেষে একটি ভালবাসার ইমোজিও জুড়ে দেন অভিনেত্রী। এছাড়া রাজকে অনেক ভালবাসেন বলেও জানান চিত্রনায়িকা।
এদিকে গত রোববার রাজ্যের ৪ মাস পূর্ণ হয়েছে জানিয়ে পরীমনি ফেজবুকে লেখেন, ‘আমাদের ছেলের চার মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ। ‘
প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন শরিফুল ইসলাম রাজ ও পরীমনি। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা। অবশেষে রাজ-পরীর ঘরে আসে তাদের একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য।