ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করলে রাশিয়াকে জার্মানির সঙ্গে আবারও ব্যবসা করার সুযোগ দেয়া উচিৎ। সোমবার বার্লিনে স্কোলজ ইস্টার্ন কমিটি ফর জার্মান বিজনেসের (ওএ) একটি বৈঠকে একথা বলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। তিনি বলেন, রাশিয়া এই যুদ্ধে জিতবে না এবং তাদের জিততে দেয়া যাবে না।
শলৎজ বলেন, রাশিয়ার যে সরকার এই যুদ্ধ থামাবে তাকে জার্মানির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা পুনরায় চালু করার সুযোগ দেয়া দরকার।
তবে এখন এই সুযোগ দেওয়ার সময় নয়।
তিনি আরও বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের যে সম্পর্ক রয়েছে তা ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে। এখন রাশিয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করছে ইউরোপ তবে যুদ্ধ শেষ হওয়ার পরও রাশিয়াই থাকবে ইউরোপের সবচেয়ে বড় দেশ। তাই আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে।
এই যুদ্ধকে পুনরায় রুশ সাম্রাজ্য তৈরির জন্য পুতিনের একটি প্রচেষ্টা বলে উল্লেখ করেন শলৎজ বলেন, পুতিনের এই প্রচেষ্টায় রাশিয়ার ভবিষ্যৎ ধ্বংস করছে। তিনি বলেন, নিরপরাধ ইউক্রেনীয়দের ওপর বর্বরতা চালাচ্ছে মস্কো।
রাশিয়া থেকে জ্বালানি আমদানি পরিহার করার সর্বোচ্চ চেষ্টা করেছে জার্মানি। এর ফলে জ্বালানি সংকটে পড়েছে বার্লিন। রাশিয়ার জ্বালানি আমদানি থেকে সরে আসায় যে ঘাটতি তৈরি হয়েছে তা অন্যত্র থেকে পূরণ করার চেষ্টা করছে দেশটি। এ মাসের শুরুতে ওয়াশিংটনে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত অর্থনৈতিক সমস্যার কথা স্বীকার করেন।