মিয়ানমারে গত তিন দিনে পিপলস ডিফেন্স ফোর্স গ্রুপের (পিডিএফ) পৃথক হামলায় অন্তত ১২ জান্তা সেনা নিহত হয়েছে। হামলাগুলো সাগাইং, ম্যাগওয়ে ও বাগো অঞ্চল এবং মোন রাজ্যে হামলা চালায় পিডিএফ। খবর ইরাবতির।
ইরাবতির প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার জান্তা সেনার একটি দল ম্যাগওয়ে অঞ্চলের একটি গ্রামে অভিযান চালায়।
এ সময় পিডিএফের সাথে সংঘর্ষে দুই সেনা নিহত ও চারজন আহত হয়েছে। সেনাদের ওপর ড্রোন দিয়ে হামলা চালায় পিডিএফ।
সাগাইংয়ের কাঠা শহরে ল্যান্ড মাইন ব্যবহার করে হামলা চালিয়ে ৪ সেনাকে হত্যা করেছে পিডিএফ। এ হামলায় আরও ১০ সেনা আহত হয়েছে।
বাগো অঞ্চলে হামলা চালিয়ে ৪ সেনাকে হত্যার দাবি করেছে স্থানীয় প্রতিরোধ বাহিনী ডাউং মিন থার। রোববার ল্যান্ড মাইন ব্যবহার করে হামলা চালায় তারা। হামলায় দুই সেনা আহত হয়েছে বলেও জানায় তারা।
এছাড়া মোন রাজ্যে গুলি করে দুই পুলিশ সদস্যকে হামলা করেছে বলে জানিয়েছে পিডিএফ।