জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাজধানীর বাসা থেকে জামায়াতের আমির শফিককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এসব জানান পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি) প্রধান আসাদুজ্জামান। তিনি বলেন, শফিক রহমানের ছেলে ডাক্তার রাফাত তার সহযোগীদের নিয়ে নতুন জঙ্গি সংগঠনের দাওয়াতের কাজটি করতো। তাদের প্রশিক্ষণের জন্য বিশেষ ব্যবস্থা করেছিল জামায়াতের আমির শফিক।
এসব কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সিটিটিসি প্রধান আরও জানান, প্রথম হিজরতকারী ছিলেন আমিরের ছেলে রাফাত। তার নেতৃত্বে বড় একটি দল হিজরতে গিয়েছিল। বান্দরবনে কুকি-চিনের সাথে শারক্বীয়ার সম্পর্ক আর শারক্বীয়ার সাথে জামাত ইসলামের সম্পর্ক রয়েছে।
আসাদুজ্জামান আরও বলেন, জামায়াত আমীরের ছেলে জঙ্গির সাথে সরাসরি সম্পর্ক তাই এই দলের সাথেও সম্পর্ক থাকতে পারে। এর জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালত পাঠানো হয়েছে জামায়াতের আমীরকে।