বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ও মরক্কোর বিজয়ে উদযাপন করার সময় ফ্রান্সে পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ হয়েছে। পর্তুগালের সঙ্গে ১-০ গোলে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিতে উঠেছে আফ্রিকার দেশ মরক্কো।
খেলা শেষ হলে ফ্রান্সের পার্সিয়ান অ্যাভিনিউতে নেমে আসেন হাজারো সমর্থক। পরে ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্স জেতার পর মরক্কো সমর্থকদের সঙ্গে যুক্ত হয় ফ্রান্স সমর্থকরা।
উদযাপনের এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।
রয়টার্সের ভিডিওতে দেখা গেছে, লোকজন দোকান ভাঙচুর করছে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থকদের ওপর টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাস্তায় সমর্থকদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ। মুহূর্তেই জয়ের উল্লাস পরিণত হয় আক্রমণাত্মক মনোভাবে।