কয়েকদিন ধরেই গুঞ্জন চোটে পড়েছেন রদ্রিগো ডি পল। আর ইনজুরির কারণে শেষ ম্যাচ খেলতেই পারেননি ডি মারিয়া। আলবিসেলেস্তে সমর্থকদের মধ্যে একটি দুশ্চিন্তা ছিল। তবে স্কালোনি জানিয়েছেন খেলার জন্য ফিট আছেন ডি পল আর চোট থেকে সেরে উঠেছেন ডি মারিয়া।
বিশ্বকাপে টিকে থাকার মঞ্চে সেরা একাদশের সবাইকে ফিট পাবেন বলে আশাবাদী লিওনেল স্কালোনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোতে খেলা ফর্মেশন বদলে নতুন ফর্মেশনও সাজানোর পরিকল্পনা আঁটছেন ৫২ বর্ষী আর্জেন্টাইন কোচ।
প্রতিশোধের লড়াই বনে যাওয়া ডাচদের বিপক্ষে সুখবর শুনিয়ে স্কালোনি বলেছেন, ‘গতকাল বন্ধ দরজার পেছনে অনুশীলন করিয়েছি। জানি না এই তথ্য কোথা থেকে এসেছে। সত্যটি হল সবসময় একটি ম্যাচের পরে চোট থাকে এমন খেলোয়াড়রা আলাদাভাবে অনুশীলন করে। আজ আমরা সিদ্ধান্ত নেবো কীভাবে ম্যাচে নামতে চাই। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ’
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওআইসি স্পোর্টসে’র জানিয়েছে একাদশ সাজাতে অনুশীলনে আলাদা দুটি দলকে মাঠে নামিয়ে পরীক্ষা করে দেখেছেন আর্জেন্টাইন কোচ। মূলত ডি পল ও ডি মারিয়াকে নিয়ে সমাধান খুঁজে বের করতেই এ পথটি বেছে নিয়েছেন স্কালোনি।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরা, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনিয়া।
মিডফিল্ডার: এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডি পল।
ফরোয়ার্ড: আনহেল ডি মারিয়া, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, আলভারেজ।