কাতারে চলছে বিশ্বকাপ ফুটবল। গতকাল দিবাগত রাত ১টায় ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার ম্যাচ শুরু হয়। ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিতে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে মাতেন নেইমার ভক্তরা।
ব্রাজিলের জয়ে নেইমার ভক্তদের পাশাপাশি উচ্ছ্বাসে মাতেন আর্জেন্টিনা সাপোর্টার ঢালিউড অভিনেত্রী পরীমনি!
সময়ের আলোচিত ঢালিউড অভিনেত্রী পরীমনি সমর্থন করেন আর্জেন্টিনাকে। বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনার একটি ম্যাচও মিস দিচ্ছেন না তিনি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আর্জেন্টিনা ভক্তদের মধ্যে সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিচ্ছেন পরীমনি। তবে তার স্বামী চিত্রনায়ক শরীফুল ইসলাম রাজ সাপোর্ট করেন ব্রাজিল। আর তাইতো ব্রাজিলের জয়ে সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে পরী লেখেন, ‘ওরেরহহ জোস’ সঙ্গে তিনি ব্রাজিলের পতাকার ইমোজি দেন। পাশাপাশি অভিনন্দন জানান তার স্বামী শরিফুল ইসলাম রাজকে। সেই পোস্টের কমেন্ট বক্সে উত্তরও দেন রাজ।