পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ ১৩ বছর পরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বকুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ছিল খুশির আমেজ। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজ প্রাঙ্গণে সম্মেলন অনুষ্ঠিত হয়। বকুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম সিকদার মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মু. শাহীন শাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সদস্য আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাওসার তালুকদার, মোফাজ্জেল হোসেন মাসুদ ও এ্যাড. ওবায়দুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসম জাওয়াদ সুজন, সমীর কৃষ্ণ পাল, দিলীপ বণিক, ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, চিকনিকান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন হাওলাদার, বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহিদ হাওলাদার প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত ছিলেন। এসময় ইউনিয়ন নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল। “আর কোন দাবী নাই, জাফর খানকে সভাপতি হিসেবে চাই”- “আর কোন দাবী নাই, রিয়াজুল ইসলাম সিকদারকে সাধারণ সম্পাদক হিসেবে বকুলবাড়িয়া ইউনিয়নে পেতে চাই”-এ রকম ব্যানার ও শ্লোগানেই নেতাকর্মীরা তাদের দাবীগুলো সম্মেলনে পেশ করেন।