দিনাজপুরের কাহারোল উপজেলায় কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ১৩ মাইল এলাকার পূর্ব মল্লিকপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহীন মিয়া (৪০) নীলফামারী জেলার সৈয়দপুর শহরের নয়াবাজার হাওলাদার পাড়া এলাকার সামসাদ আলীর ছেলে এবং শহীদ (৩৫) একই এলাকার সাহেবপাড়া এলাকার মজনু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে দশমাইল হাইওয়ে থানার ওসি মো. রেজাউল হক জানান, মঙ্গলবার দুপুরে একটি মোটরসাইকেলযোগে শাহীন মিয়া ও শহীদ সৈয়দপুর থেকে দিনাজপুরের বীরগঞ্জ যাচ্ছিল।
দুপুরে তারা দিনাজপুরের কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর নামক স্থানে পৌঁছালে সড়কে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে দু’জন নিহত হয়।