ঢাকার সমাবেশকে কেন্দ্র করে গণ গ্রেপ্তার করছে পুলিশ। নাশকতা করে সরকার এখন নিজেরাই জঙ্গি তৎপরতা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে এক সভায় এ দাবি করেন ফখরুল। তিনি বলেন, জঙ্গি, অগ্নি-সন্ত্রাসের কথা বলে তারা নিজেরাই সেটা করতে চায়।
ঢাকার সমাবেশ বানচাল করতে সরকার নাশকতামূলক পরিস্থিতি তৈরি করতে চায়। কোন ধরনের নাশকতা ঘটলে তার দায় সরকারের।
আগামী ১০ ডিসেম্বর সমাবেশও অভূতপূর্ব ও শান্তিপূর্ণভাবেই শেষ হবে বলে আশা প্রকাশ করেন ফখরুল। তিনি বলেন, ওবায়দুল কাদের প্রশ্ন করেছেন আমরা সমাবেশের টাকা কোথায় পাচ্ছি? আমরা ধান বিক্রির টাকায় সমাবেশ করেছি। আমাদের ১৮ বছরের কিশোর থেকে ৮০ বছরের বৃদ্ধ সমাবেশে যোগ দিয়েছে। ধান বিক্রি ও ঠেলাগাড়ি চালানোর টাকায় আমাদের সমাবেশ হয়েছে।
এসময় মির্জা ফখরুল বলেন, সমাবেশের জায়গা সোহরাওয়ার্দী ছাড়া বিকল্প কোনো প্রস্তাব সরকারের কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আসলে সেটা পুনর্বিবেচনা করবে বিএনপি।