হেক্সা জয়ের মিশনে কাতার পা রেখেছে ব্রাজিল। তবে সেই স্বপ্ন পূরণের পথে শুরু থেকেই একের পর এক ধাক্কা খেয়ে যাচ্ছে তিতের দল। লম্বা হচ্ছে ব্রাজিল দলে চোট আক্রান্ত ফুটবলারদের তালিকা। যে তালিকায় সবশেষ দুই নাম গ্যাব্রিয়েল জেসুস ও অ্যালেক্স তেলেস।
তবে স্বস্তির খবরও আছে ব্রাজিল সমর্থকদের জন্য। চোট কাটিয়ে এরইমধ্যে অনুশীলনে যোগ দিয়েছেন দলটির প্রাণ ভোমরা নেইমার।
মূলত ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্নটা নেইমারকে ঘিরেই। নেইমারও রাঙাতে চান কাতার বিশ্বকাপ। শুরু থেকেই ভক্তদের সে কথায় শুনিয়ে এসেছেন পিএসজির এই ফুটবলার। তবে প্রতিবারের মতো এবার বিশ্বকাপে এসেই চোটে আক্রান্ত হয়েছেন তিনি। প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে চোটে পড়ায় মাঠে নামা হয়নি পরের দুই ম্যাচে। যার খেসারত সবশেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে দিতে হয়েছে ব্রাজিলকে।
তবে আশার কথা চোট মুক্ত হয়ে ফিরছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ছবি পোস্ট করে এই তারকা লিখেছেন, ‘আমি এখন ভালো অনুভব করছি, আমি জানতাম যে এখন ফিরতে পারব। ‘
এ ছাড়াও শনিবার রাতে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ নেইমারের অনুশীলনের একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে নেইমারকে বেশ সাবলীলভাবেই ছুটতে দেখা গেছে।
শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। আগামী কাল সোমবার দিবাগত রাত ১টায় মাঠে নামবে দু’দল। যেখানে ফেরার কথা রয়েছে নেইমারের।