আক্রমণ হলে পাল্টা আক্রমণ হবে কি না সময় তা নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (৩ ডিসেম্বর) ময়মনসিংহ মহানগর ও জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এ সময় পাড়া মহল্লায় নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘মহাসমাবেশ কাকে বলে আগামীকাল চট্টগ্রামে বুঝিয়ে দেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, ‘হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমানের নির্দেশে দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ’
তিনি বলেন, ‘কামাল হোসেন ইহুদি জামাতার মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছেন। পকেটে সব সময় ভিসা থাকে তার ‘ তাকে বাংলাদেশের রাজনীতিতে রহস্য পুরুষ বলেও মন্তব্য করেন তিনি।
পাচার করা সবার অর্থের উৎস খোঁজা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারেক রহমানসহ সবার পাচার করা অর্থ ফেরত আনা হবে। ’