চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুনের দিকনির্দেশনায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে দামুড়হুদা মডেল থানাধীন নাটুদহ পুলিশ ক্যাম্পের এসআই(নিঃ) মোঃ কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন চন্দ্রবাস গ্রামস্থ মোঃ শহিদুল ইসলাম (৪২), পিং-মোঃ হানেফ আলীর পরিত্যক্ত বসত ঘর সংলগ্ন বাঁশঝাড়ের নীচ হতে ২৯.১১.২০২২ তারিখ সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় ০১ (এক) কেজি গাঁজাসহ গ্রেফতার হয়। গ্রেফতার কৃত ব্যক্তির বাড়ি দামুড়হুদা উপজেলার চন্দ্রবাস গ্রামের হানেফ আলীর ছেলে শহিদুল ইসলাম। তার হেফাজত হতে গাঁজা হতে উদ্ধার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।