জুনের পর থেকে ডিজেলে বিদ্যুৎ উৎপাদন করবে না সরকার; তেল-গ্যাস আমদানি বেসরকারি খাতে উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শনিবার বিদ্যুৎ ভবনে ফোরাম অব এনার্জি রিপোর্টার বাংলাদেশে আয়োজিত ‘এনার্জি ট্রানজিশন: গ্লোবাল কনটেক্সট’ বিষয়ক সেমিনারে প্রতিমন্ত্রী একথা বলেন। তিনি আরও বলেন, ‘২০৪১ সালের মধ্যে সরকার ৪০ শতাংশ ক্লিন এনার্জির ব্যবহার শুরু করবে। ’
এ সময় জ্বালানি বিশেষজ্ঞ ড. ম. তামিম বলেন, ‘২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ খাতে বার্ষিক প্রাথমিক জ্বালানি আমদানি খরচ হবে ২০ থেকে ২৫ বিলিয়ন ইউএস ডলার।
তিনি আরও বলেন, ‘২০২৫ সালের পর জ্বালানি শক্তির দাম স্থিতিশীল হবে বলে আশা করা যায়। ’
তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, ‘জ্বালানি ট্রানজিশন নিশ্চিতভাবেই প্রয়োজন। আর আগামীতে এনার্জি ট্রানজিশনে মুখ্য ভূমিকা রাখবে টেকনোলজি, সরকার এ বিষয়ে যথাযথ পলিসি হাতে নেবে। ’
অনুষ্ঠানে এফইআরবির প্রতিনিধিসহ উপস্থিত ছিলেন জ্বালানিবিদ, জ্বালানি সচিব, সাবেক আমলা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।