অন্যান্য বিভাগীয় গণসমাবেশের মতোই ১০ ডিসেম্বরের সমাবেশ নয়াপল্টনে হবে, কেউ কোনো কিছু দিয়ে আটকাতে পারবে না। এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে সরকারের মাথাব্যথা শুরু হয়ে গেছে। গেল বিভাগীয় গণসমাবেশে সবরকম বাধা দিয়েও জনস্রোত রুখতে না পেরে ঢাকার সমাবেশ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে।
ঢাকার সমাবেশ ব্যাহত করতে গায়েবি মামলা, ভুতুড়ে মামলা শুরু হয়েছে।
বিএনপির শান্তিপূর্ণ আন্দোলন চলছে। আগ বাড়িয়ে সরকারের আগুন সন্ত্রাসের বক্তব্য উদ্দেশ্যমূলক। এ ব্যাপারে নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ঢাকার বিভাগীয় গণসমাবেশ মহাসমাবেশে পরিণত হবে। জনগণ রাস্তায় নেমে এসেছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে বিএনপিকে ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১০ ডিসেম্বর সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে ডিএমপির পক্ষে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া এই অনুমতিপত্র বিএনপি কার্যালয়ে পৌঁছে দেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অনুমতিপত্র গ্রহণ করেন।