‘তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এ শ্লোগানে নীলফামারীতে শুরু হয়েছে দু’দিনব্যাপী তথ্য মেলা। আজ মঙ্গলবার দুপুরে নীলফামারী শহরের শহীদ মিনার প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর। পরে স্টল পরিদর্শন করেন তিনি।
উদ্বোধনী আলোচনায় জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার বক্তব্য দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইফুর রহমান এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন, সনাক সভাপতি তাহমিনুল হক ববি। নীলফামারী শিল্পকলা একাডেমির সঙ্গিত প্রশিক্ষক ফারহানা ইয়াসমিন ইমুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য মেলার আয়োজন নিয়ে বক্তব্য দেন টিআইবির সমন্বয়কারী আতিকুর রহমান।
সনাক সভাপতি তাহমিনুল হক ববি বলেন, জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি নীলফামারীর যৌথ আয়োজনে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থা নিয়ে ৪০টি স্টল অংশ নিয়েছে এই মেলায়।