যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। রবিবার সন্ধ্যায় দুই যাত্রীসহ বিমানটি একটি বিদ্যুতের সঞ্চালন লাইনে আছড়ে পড়ে। খবর এপির।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক বিবৃতিতে জানায়, নিউইয়র্ক থেকে ছেড়ে আসা এক ইঞ্জিনের ছোট বিমানটি মন্টগোমেরি কাউন্টি এয়ারপার্কের একটি বিদ্যুৎ সঞ্চালন লাইনে আছড়ে পড়ে।
বিমানটিতে দুইজন যাত্রী ছিল।
মন্টগোমারি ফায়ার সার্ভিসের মুখপাত্র জানান, বিমানে ছিলেন ৬৫ বছর বয়সী পাইলট প্যাট্রিক মাকের্লে ও যাত্রী জান উইলিয়াম। দুর্ঘনায় দুইজনই আহত হয়েছেন। তাদের উদ্ধার করতে কাজ করছে ফায়ার সার্ভিস।
এ দুর্ঘটনায় বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে মন্টগোমারির প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। তাৎক্ষনিকভাকে দুর্ঘটনার কারণ সম্পর্কে জানাতে পারেনি কর্তৃপক্ষ।