বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি বাজারের সোনাডাঙ্গা এলাকার একটি বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার (২৬শে নভেম্বর) গভীর রাতের কোন এক সময় এই চুরির ঘটনাটি ঘটে।
বাড়িতে কেউ না থাকায় চোরেরা ঘরের দরজার তালা ভেঙ্গে শোকেজ ও টিনের বক্স থেকে দুটি দলিল, নগদ ৩৫ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালংকার ও একটি টেলিভিশন সহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করে পালিয়েছে।
গৃহকর্তা মল্লিক আমিনুল কবির মুক্ত জানান, শনিবার সকালে তিনি তার পরিবার নিয়ে রামপালের বড়দিয়া গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে যান।
রোববার সকালে তিনি বাড়িতে গিয়ে দেখেন ঘরের দরজা ভেঙ্গে চোরেরা উপরোক্ত মালামাল চুরি করে পালিয়েছে। চুরির ঘটনাটি তিনি চুলকাঠি পুলিশ তদন্ত কেন্দ্রকে জানিয়েছেন।