প্রথম ম্যাচে চারবারের বিশ্বকাপ জয়ী দলে জার্মানিকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল জাপান। অন্যদিকে স্পেনের বিপক্ষে ৭-০ গোলে বিধ্বস্ত কোস্টারিকা। দুই দলের লড়াইয়ে এগিয়েই থাকার কথা জাপানের। অনেকেই ভেবেছিল কোস্টারিকাকে হারিয়ে সহজেই ম্যাচ জিতে শেষ ষোলোতে পা রাখবে এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান।
তবে প্রথমার্ধ শেষে হয়নি সেটি। গোলশূন্য ড্র’য়ে শেষ হয়েছে ম্যাচের প্রথমার্ধ।
প্রথম ম্যাচে বিধ্বস্ত কোস্টারিকাকে এদিন দেখা গেছে ভিন্ন রূপে। শুরু থেকেই জাপানের বিপক্ষে আক্রমণে গিয়েছে তারা। পাল্টা আক্রমণে গিয়েছে জাপানও। তবে প্রাণ ছিল না সেই আক্রমণে। নখর-দন্তহীন আক্রমণে কাঁপন ধরানো যায়নি প্রতিপক্ষের রক্ষণভাগে।
এদিন জাপানের থেকে বল দখলেও এগিয়ে ছিল কোস্টারিকা। কোস্টারিকার ৫৭ শতাংশ বল দখলের বিপরীতে জাপান নিজেদের দখলে রেখেছে ৪৩ শতাংশ বল। দু’দলই একটি করে গোলের উদ্দেশ্যে শট নিয়েছে তবে সাফল্যের মুখ দেখেনি কেউই।