তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কুমিল্লার সমাবেশে শতাধিক গরু জবাই করেছে বিএনপি। সেখানে ভালো পিকনিক করেছে তারা। খাবার খেয়ে সমাবেশের আগেই লোকেরা চলে গেছে। ’
রোববার (২৭ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
২০৪০ সালের পূর্বে তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে মত বিনিময় সভাটির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দি রুরাল পূওর (ডরপ)।
তথ্যমন্ত্রী বলেন, ‘নয়াপল্টনে সমাবেশ করে গণ্ডগোল করতে চায় বিএনপি। তারা সমাবেশ করে জনগণের দুর্ভোগ সৃষ্টি করেছে। ১০ ডিসেম্বরের সমাবেশ নয়াপল্টনের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে করার কথা তাদের পুলিশ বলেছে। কিন্তু ফখরুল সাহবেরা ওখানেই করবেন। নয়াপল্টনে তারা যদি বিশৃঙ্খলা করতে চায়, তাহলে সরকার কঠোর হস্তে তা দমন করবে। ’
বিএনপি আগুন সন্ত্রাস করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ‘সমাবেশকে ঘিরে ঢাকা শহরে সন্ত্রাসীরা বের হবে। আগুন সন্ত্রাস করতে চায় তারা। এমনটা হতে দেওয়া হবে না। ’