কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলছে। শনিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় টাউন হল মাঠে কোরআন, গীতা ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়। এছাড়া বিএনপির দলীয় সংগীত পরিবেশন করেন এস এম মিজানসহ জাসাস নেতৃবৃন্দ।
দলীয় সংগীতের পর বিদ্রোহী কবির কারার ওই লৌহ কপাট গান বাজানো হয়।
এরপরই কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ার উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেওয়া শুরু করেন। দুপুর ২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশস্থলে আসার কথা রয়েছে।
মঞ্চে উপস্থিত আছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়াসহ অন্যান্য নেতারা।