প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মো. শহীদ উল্লা খন্দকার বলেছেন, যতোদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, ততোদিন পথ হারাবে না বাংলাদেশ।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে কোটালীপাড়া শিল্পকলা একাডেমি মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।
শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে শহীদ উল্লা খন্দকার বলেন, মানুষ কোনো সেবা পেতে এখন আর হয়রানির শিকার হচ্ছেন না।
ডিজিটাল তথ্য-প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই সব সেবা পাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, উপজেলা আ.লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, রুহুল আমীন খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া, ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান তাজ বুলবুল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সুমন হোসেন বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী সরকার, প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও আ.লীগ নেতা শিক্ষক হাবিবুর রহমান মুকুল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।