ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় পায়েল সরদার (২৮) নামের প্রবাসী নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন। বুধবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সুলতানপুর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত পায়েল সরদার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামের কাইয়ূম সরদারের ছেলে।
তিনি সৌদি আরব থেকে আড়াই মাস আগে দেশে আসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে কসবার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে পায়েল রওনা দেন। সুলতানপুর নামক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন পায়েল। আহত হন মোটরসাইকেলচালক। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের সহকারী উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে কাভার্ডভ্যান আটক করা যায়নি।