ব্রাহ্মণবাড়ীয়া বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি নয়ন মিয়াকে পুলিশ কর্তৃক গুলি চালিয়ে হত্যার অভিযোগে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার ২২ নভেম্বর দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের দয়াময়ী মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহর প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
সমাবেশে বিএনপিনেতা শাহ্ ওয়ারেছ আলী মামুন বলেন, গুম, খুনের সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আবারও ক্ষমতায় টিকে থাকার পায়তারা করছে। কিন্তু বিএনপি তা কোনদিনই হতে দিবে না। ছাত্রদল নেতা নয়ন হত্যার শপথ নিয়ে সব্বোর্চ ত্যাগ শিকার করে আগামী দিনে সরকার পতনের আন্দোলনে নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আনিছুর রহমান বিপ্লব, লিয়াকত আলী,কাজী মসিউর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সোবহান ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ এতে অংশ গ্রহণ।