ডিফেন্সিভ ফুটবল খেলে আর্জেন্টিনাকে রুখে দিয়ে ২-১ ব্যবধানে জয় তুলেছে সৌদি আরব। দারুণ জয়ের দিনে সৌদির হতাশার নাম ডিফেন্ডার ইয়াসের আল-শাহরানি। ম্যাচে গুরুতর চোটে পড়েছেন তিনি। সেই চোটে বিশ্বকাপ শেষ তার।
সেই সাথে চিকিৎসা করতে ছুটে যেতে হচ্ছে জার্মানিতে।
ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ে একের পর এক চাপে যখন দিশেহারা সৌদির রক্ষণ। সে সময় লাফিয়ে উঠে বল ধরতে যান সৌদি গোলরক্ষক গোলকিপার মোহাম্মদ আল-ওয়াইস। অন্যদিকে লাফ দিয়ে বল ঠেকিয়ে দলকে বাঁচাতে চেয়েছিলেন শাহরানিও। সে সময় গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ হয় তার। এসময় গোলরক্ষকের হাঁটু লাগে তার চোয়ালে। সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে ছাড়তে হয়েছে মাঠও।
পরে আল-শাহরানির স্ক্যান করা হয়। ইতোমধ্যে সেই রিপোর্ট হাতে পাওয়া গেছে। এতে দেখা যায়, তার মুখের বাঁমদিকের একাধিক হাড় ভেঙে গেছে। ফলে দ্রুত তাকে জার্মানিতে উড়িয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
হাড় ভাঙা ছাড়াও মুখের মধ্যে তীব্র রক্তক্ষরণ হচ্ছে আল-শাহরানির। চিকিৎসকরা বলছেন, যত দ্রুত সম্ভব তার অস্ত্রোপচার করা দরকার। ফলে প্রাইভেট জেটে করে তাকে জার্মানিতে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রিন্স সালমান।