বিএনপি এদেশে জঙ্গিবাদের মূল পৃষ্ঠপোষকতা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো বাঁধা দিচ্ছে না বলেই সমাবেশ করতে পারছে বিএনপি।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রে উন্নয়ন সমন্বয় আয়োজিত, তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে গণমাধ্যমের সাথে অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপির আন্দোলনে আমরা কিন্তু বাঁধা দিচ্ছি না বরং তারা গ্রেনেড বোমা হামলা করে আমাদের সমাবেশ নষ্ট করেছে আগে এমন ইতিহাস আছে।
মন্ত্রী বলেন, আমাদের কোনো বাজে উদ্দেশ্য নেই তবে তাদের উদ্দেশ্য ভালো না। তারা তাদের পার্টি অফিসের সামনে সমাবেশ করতে চায় কারণ এর পেছনে লুকায়িত কোনো উদ্দেশ্য আছে। নয়া পল্টনে সমাবেশ করে ভাঙচুর জনসাধারণের হয়রানি করতে চায় তারা।