বসুন্ধরা আই হসপিটাল রিসার্চ ইন্সটিটিউট ঢাকা ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের সহায়তায় চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ও অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ নবজাগরণ প্রতিবন্ধী অধিকার সংস্থা, রামচন্দ্রপুর হাট সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নবাবজায়গীর মাযহারুল উলুম রহমানিয়া ও হাফেজিয়া মাদরাসায় এই চক্ষু ক্যাম্পের আয়োজন করে।
বসুন্ধরা আই হসপিটাল রিসার্চ ইন্সটিটিউটের ৪ জন চিকিৎসকসহ ৮ জনের মেডিকেল টিমের নেতৃত্ব দেন মো. আবু তৈয়ব।
আয়োজকরা জানান, এই চক্ষু ক্যাম্পে এক হাজার জনের চক্ষু পরীক্ষা করে প্রাথমিকভাবে ওষুধ ও চশমা দেয়া হবে।
সেইসাথে যাদের চোখের অপারেশন করা হবে তাদের ঢাকায় বসুন্ধরা আই হসপিটাল রিসার্চ ইন্সটিটিউটে নিয়ে গিয়ে বিনামূল্যে অপারেশনসহ লেন্স প্রদান করা হবে।
এদিকে, সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও। মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মো. আমিনুল ইসলাম ও অধ্যক্ষ মোহাম্মদ নূর।
প্রসঙ্গত, গত দুই বছর ধরে অনুরূপ ক্যাম্পের মাধ্যমে অপারেশনের রোগী বাছাই করে বিনামূল্যে বসুন্ধরা আই হসপিটাল রিসার্চ ইন্সটিটিউটে অপারেশন করানো হচ্ছে। এ পর্যন্ত শতাধিক রোগীর অপারেশন করা হয়েছে।