পটুয়াখালীর গলাচিপায় ট্রলি ও ট্রাক মালিক সমবায় সমিতির অফিস উদ্বোধন উপলক্ষ্যে এক আনন্দ র্যালীর আয়োজন করা হয়। মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় গলাচিপা পৌরসভার সাগরদী রোডে ওয়াপদা কলোনী চত্বর থেকে এ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে গলাচিপা উপজেলা ট্রলি-ট্রাক মালিক সমবায় সমিতির নতুন অফিস উদ্বোধন করেন সাবেক পৌর কাউন্সিলর মো. আবুল বশার। এ সময়ে উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মামুন মিয়া, ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. তরিকুলসহ বিভিন্ন ইউনিয়নের ট্রলি-ট্রাক মালিক সমবায় সমিতির সদস্যবৃন্দ। এ সময় গলাচিপা উপজেলা ট্রলি-ট্রাক মালিক সমবায় সমিতির সভাপতি ও উপজেলা যুবলীগ নেতা হামিদুল মাতব্বর বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই। আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করবেন, বেকার থাকবেন না। ঐক্যই শক্তি, ঐক্যই বল।
তিনি আরো বলেন, আমার ট্রলি-ট্রাক মালিক সমবায় সমিতির এ উপজেলায় প্রায় দুইশর বেশি সদস্য রয়েছে।