গোপালগঞ্জে মৎস্য ডিপ্লোমাধারীদের একক নিয়োগ অধিকার আদায়ের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় বিভিন্ন দাবী সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে মানববন্ধনকারীরা।
রবিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন গোপালগঞ্জ ফিসারিজ ডিপ্লোমা ইনিষ্টিটিউটের ১ম ব্যাচের শিক্ষার্থী মো. আশিকুর রহমান খান, নাদিয়া খানম, তমালিকা রায়, ৪র্থ ব্যাচের আব্দুর রহিম, ৩য় ব্যাচের রতন বাড়ৈ প্রমুখ।
এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে তারা। বাংলাদেশ মৎস্য ডিপ্লোমা অ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে।