অভিনেতা মাহফুজ আহমেদ। অসংখ্য নাটক এবং বেশ কিছু সিনেমায় কাজ করে তারকা বনে গেছেন বহু আগে। দীর্ঘ প্রায় ৮ বছর পর সম্প্রতি নতুন সিনেমা ‘প্রহেলিকা’তে কাজ করছেন তিনি। এতে তার বিপরীতে দেখা যাবে হালের জনপ্রিয় নায়িকা শবনম বুবলীকে।
‘প্রহেলিকা’ সিনেমাতে মাহফুজ-বুবলী দুইজনকে এই প্রথম দর্শক একসঙ্গে দেখতে পাবেন। গতকাল শনিবার চিত্রনায়িকা বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে মাহফুজ আহমেদ ও চয়নিকা চৌধুরীর সঙ্গে তোলা কয়েকটি ছবি পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
অভিনেত্রী ছবির ক্যাপশনে লেখেন, ‘প্রহেলিকা সিনেমায় গুণী অভিনেতা মাহফুজ আহমেদের এর সাথে। ‘প্রহেলিকা’ সিনেমায় অংশ নিতে পেরে সম্মানিত বোধ করছেন বলেও জানান তিনি।
‘প্রহেলিকা’ সিনেমাটি পরিচালনা করেছেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। তার দ্বিতীয় সিনেমা এটি। সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পান্থ শাহরিয়ার।
গত ৩ নভেম্বর থেকে ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং শুরু হয়। এর আগে ফেসবুকে চয়নিকা চৌধুরী লেখেন,স্বপ্ন হলো সত্যি, যাই তাহলে, প্রার্থনায় রাখবেন।
সিনেমাটিতে মাহফুজ আহমেদ, শবনম বুবলী ও এ কে আজাদ সেতুসহ আরও অনেকে অভিনয় করেছেন।