ফের বেড়েছে সয়াবিন তেল ও চিনির দাম। সয়াবিন তেলের দাম লিটারপ্রতি বেড়েছে ১২ টাকা। অন্যদিকে প্রতি কেজি চিনির দাম বেড়েছে ১৩ টাকা। আজ অর্থাৎ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) থেকেই সয়াবিন ও চিনির নতুন এ দাম কার্যকর হবে।
বাংলাদেশ সুগার রিফাইর্নাস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ভিন্ন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ সুগার রিফাইর্নাস অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে চিনির দাম নির্ধারণ করা হয়। বিশ্ব বাজারে চিনির দাম বাড়ায় এবার নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম কেজি প্রতি ১৩ টাকা বাড়ানো হয়েছে।
বাজারে পরিশোধিত খোলা প্রতি কেজি চিনি বিক্রি হবে ১০২ টাকায়। অন্যদিকে প্যাকেটজাত চিনি প্রতি কেজি বিক্রি হবে ১০৮ টাকায়।
অন্যদিকে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে সয়াবিন তেলের দাম ১২ টাকা বাড়ানো হয়েছে।
বাজারে এক লিটারের বোতল বিক্রি হবে সর্বোচ্চ ১৯০টাকায়। পাঁচ লিটারের বোতল বিক্রি হবে সর্বোচ্চ ৯২৫ টাকায়। অন্যদিকে খোলা সয়াবিন তেল বিক্রি হবে প্রতি লিটার ১৭২ টাকায়। আর খোলা পামওয়েল প্রতি লিটার বিক্রি হবে ১২১ টাকায়।